সভাপতির বাণী

বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র ?? এক মনোরম প্রাকৃতিক পরিবেশেবিংশ শতাব্দির সংস্কৃতির ঐতিহ্য বুকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাদ্রাসার নাম। ১৯?? সালেপ্রতিষ্ঠিত ?? একরের পরিধি ব্যাপৃত মাদ্রাসার নাম যেমনি রয়েছে একটি ঐতিহ্যমন্ডিত অতীত, গৌরবময়বর্তমান তেমনি আশা করছি সম্ভাবনাময় ভবিষ্যতের।কালেরপরিক্রমায় দীর্ঘ ৭১ বছর ধরে  ?? অঞ্চলের শিক্ষা বিস্তারে এই বিদ্যাপীঠ আলোকিত সমাজ গঠনে, নন্দিত ভাবনা, বিলোল চিন্তা চেতনায়, মেধা, প্রজ্ঞা ও ভাবনার বিচ্ছুরণে, সুচিন্তার নিয়মানুগ বর্ধনে, প্রগতিশীল মননে, অনুভূতির সামঞ্জস্যপূর্ণ অনুকরনের বিকাশে এবং আত্মোপলব্ধি ও অন্তর্লোকের আলোক ক্ষেপণে অনবদ্য উপচারে সমৃদ্ধ হয়ে এক অনন্য ভূমিকা পালন করে আসছে কলেজের নাম শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের  পঠন পাঠন প্রক্রিয়ায় সম্পৃক্ত সকলেই কোন না কোন ভাবে আলোকিত সমাজ,দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ও করবে। নিরসন ঘটাবে সকল ভ্রান্তি বিলাসের, সমাপ্তি ঘটাবে সকল  অস্থিতিশীলতার, এই বিশ্বাস , বোধ, চেতনা ও প্রতীতি আমাররয়েছে।

আর আমাদের এই অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবং আমাদের সমাজ ও দেশের উন্নয়নের ধারাকে তরান্বিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য তাই দরকার একটি ডাইনামিক ওয়েবসাইট । শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য – দেহ মন ও আত্মার সমন্বিত উন্নয়ন ও বিকাশ সাধন করা – তা পরিপূর্ণরুপে সম্পন্ন করে আসছে এই প্রতিষ্ঠানটি। উক্ত প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সার্বিক সমৃদ্ধি কামনা করছি। কামনা করছি স্রষ্টার কল্যাণধারা আমাদের নতশিরে ঝরে পড়ুক অঝোরে অজস্রধারায়।

 

সভাপতির ,
সভাপতির নাম
মাদ্রাসার নাম,
উপজেলা, জেলা।